ছাত্রদল অলরেডি মিছিল করতাছে: পিনাকী

 


লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসিকে নিয়ে এক পোস্ট করেছেন।তিনি লিখেছেন, ‘শুনলাম জাবি ভিসি ছাত্রদলকে বলছে বেশি লোকজন নিয়ে মিছিল করতে, তাহলে সে নির্বাচন বাতিল ঘোষণা করবে। ছাত্রদল অলরেডি মিছিল করতেছে, বাট লোকজন কম। কীয়েক্টা অবস্থা।’


তাঁর ভাষায়, ‘ভিসি সাহেব বেশী রিস্ক নিয়া ফেলতেছেন না? বেশী রিস্ক নিয়েন না ভাইজান। এই পৃথিবীতে কে কাহার?’


পিনাকী ভট্টাচার্যের এই পোস্টকে ঘিরে অনলাইনে ইতোমধ্যেই নানা আলোচনার সৃষ্টি হয়েছে

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post