ড. ইউনূসের সাক্ষাৎকার নিয়ে মোস্তফা ফিরোজ ‘যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে

 


আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে।জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার এমন বক্তব্য তুলে ধরে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার ভিডিওতে বলেন, ‘তার মানে নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া সম্ভবত যাবে না। আমরা যেটা ধারণা করি এইটা পশ্চিমারা চায় না। গণতান্ত্রিক বিশ্ব এটা সাপোর্ট করবে না যে আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে সরে যাবেএখন কোন ফরমেটে যাবে বা এই নির্বাচনে যাবে কিনা; না গেলেও যাদের রাজনীতি তারা ভবিষ্যতে করতে পারে তার একটা নিশ্চয়ই কোনো একটা আলাপ আলোচনা চলছে।’

‘যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে’- প্রধান উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে মোস্তফা ফিরোজ বলেন, ‘এই ঘোষণাটা তো খুব গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট। কারণ ড. ইউনূস এখন যে দেশে আছেন বা যে বিশ্বে আছে সেটা একটা পশ্চিমা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব। সেখানে কিন্তু বলতে পারেন না যেকোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে।


তাকে কোনো সুযোগ দেওয়া হবে না, অধিকার দেওয়া হবে না।’

তবে ওই সাক্ষাৎকারে দেওয়া প্রধান উদেষ্টার বক্তব্যগুলো পুরোপুরি সত্য না বলেও দাবি করেছেন মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, তার প্রতীক স্থগিত আছে। এর মাধ্যমে একটি রাজনৈতিক দল যে নির্বাচনে অংশ নেবে সেই অধিকার আর তার থাকে না।’


তিনি আরো বলেন, ‘ড. ইউনূস আওয়ামী লীগ বিষয়ে কিছু সত্য বলেছেন কিছু অসত্য বকিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। এরকম যখন অবস্থান, তখন জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধ করার যে দাবি সেটি সম্ভবত ওই পর্যায়ে নাও যেতে পারে।’লেছেন।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post