কিশোরগঞ্জের অষ্টগ্রামে আলোচিত কুতুব শাহী মসজিদের দান বাক্স চুরির ঘটনার দুই মাস পর প্রধান আসামি নিজাম (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রহুল আমিনের নেতৃত্বে কুতুব মসজিদ পাড়ায় অভিযান চালিয়ে নিজামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নিজাম অষ্টগ্রাম সদর ইউনিয়নের কুতুব শাহী মসজিদের খাদেম বাড়ির মৃত এরশাদ আলী শাহ ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, চলতি বছর গত ৩০ জুলাই অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুতুব শাহী মসজিদের প্রধান ফটকে সংরক্ষিত দান বাক্স ভেঙে নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পরদিন মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে লিখিত অভিযোেগ দাখিল করা হয়।
পরে, তদন্তে উঠে আসে ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা-ঢাকা দেওয়া স্থানীয় যুবক নিজামের নাম। তথ্যপ্রযুক্তি সহ নানা মাধ্যমে পুলিশ নিশ্চিত হন, চুরির ঘটনায় মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী নিজাম মিয়া। গত দুই মাস পলাতক থাকার পর আজ তিনি গ্রেপ্তার হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, কুতুব মসজিদের দান বাক্স চুরির ঘটনায় মূল আসামী হিসেবে নিজামের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিষয়ে কুতুব শাহী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. দিলশাদ জাহান জানন, এই গ্রেপ্তারের মাধ্যমে মুসল্লিদের ক্ষোভকিছুটা প্রশমিত হলো। আমরা চাই, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দ্রুত আইনের আওতায় আসুক।
উল্লেখ্য, হযরত শাহ্ কুতুব (রঃ) মাজার প্রাঙ্গণে প্রত্নতাত্ত্বিক নিদর্শন 'কুতুব শাহী মসজিদ'এর দান বাক্স চুরির ঘটনায় ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
Post a Comment