অস্কারে যাচ্ছে ‘বাড়ির নাম শাহানা’

 


প্রতি বছর অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে একটি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করে। এবার ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় অস্কার বাংলাদেশ কমিটি।

৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ কমিটি চলচ্চিত্র জমা নেয়ার আহ্বান জানায়। নির্ধারিত ১৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে মোট পাঁচটি চলচ্চিত্র জমা পড়ে। সেগুলো হলো- ‘সাবা’, ‘বাড়ির নাম শাহানা’, ‘নকশিকাঁথার জমিন’, ‘প্রিয় মালতী’ ও ‘ময়না’। এই পাঁচটি চলচ্চিত্রের মধ্য থেকে চূড়ান্তভাবে ‘বাড়ির নাম শাহানা’ কে বাছাই করা হয়েছে।

নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটি একটি সত্য কাহিনি অবলম্বনে তৈরি, যেখানে কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার স্বামীর নির্যাতন থেকে মুক্তি ও নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ের গল্প বলা হয়েছে। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা।

এটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

সংবাদ সম্মেলনে অস্কার কমিটির সদস্যরা, আবেদনকৃত চলচ্চিত্রগুলোর প্রতিনিধি, সাংবাদিক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post