সিটি স্ক্যানের রেডিয়েশনে বাড়ছে শিশুদের ক্যানসারের ঝুঁকি, নতুন গবেষণায় সতর্কবার্তা

 


শিশুদের রক্ত ও অস্থিমজ্জার ক্যানসারের একটি বড় অংশ চিকিৎসায় ব্যবহৃত মেডিকেল ইমেজিংয়ের রেডিয়েশন থেকে হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষকরা।ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সান ফ্রান্সিসকো (ইউসিএসএফ) ও ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ডেভিসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, চিকিৎসার সময় পাওয়া রেডিয়েশনের সঙ্গে শিশুদের রক্তের ক্যানসারের ঝুঁকি সরাসরি যুক্ত। প্রায় ৪০ লাখ শিশুর ওপর করা বিশ্লেষণে দেখা গেছে, রক্তের মোট ক্যানসারের প্রায় ১০%—অর্থাৎ প্রায় ৩ হাজার ক্যানসার—শুধুমাত্র চিকিৎসায় ব্যবহৃত ইমেজিংয়ের রেডিয়েশনের কারণে হতে পারে। রেডিয়েশনের মাত্রা যত বেশি, ঝুঁকিও তত বেশি।


গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ। এটি উত্তর আমেরিকায় শিশু-কিশোরদের তথ্য ব্যবহার করে রেডিয়েশনের সঙ্গে রক্ত ও অস্থিমজ্জার ক্যানসারের সম্পর্ক নিরূপণের প্রথম পূর্ণাঙ্গ গবেষণা। এসব ক্যানসারের মধ্যে লিউকেমিয়া ও লিম্ফোমা সবচেয়ে সাধারগবেষকরা বলেন, চিকিৎসায় ইমেজিং রোগ নির্ণয় ও চিকিৎসায় জীবনরক্ষাকারী ভূমিকা রাখলেও এর মাধ্যমে রোগীরা আয়নাইজিং রেডিয়েশনের সংস্পর্শে আসেন, যা একটি পরিচিত কার্সিনোজেন। বিশেষ করে সিটি (CT) স্ক্যানের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি।


গবেষণার প্রধান লেখক ও ইউসিএসএফের রেডিওলজিস্ট অধ্যাপক রেবেকা স্মিথ-বাইন্ডম্যান বলেন, “শিশুরা রেডিয়েশনে অনেক বেশি সংবেদনশীল। তাদের দীর্ঘ আয়ু থাকায় রেডিয়েশন-সৃষ্ট ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই চিকিৎসক ও অভিভাবকদের উচিত অতিরিক্ত রেডিয়েশন এড়ানো এবং প্রয়োজন ছাড়া ব্যবহার না করাগবেষণার ফলাফলে দেখা যায়, একটি বা দুটি হেড সিটি স্ক্যান নেওয়া শিশুদের ক্যানসারের ঝুঁকি ১.৮ গুণ বেড়ে যায়। যারা বেশি সংখ্যক সিটি স্ক্যান করিয়েছে, তাদের ঝুঁকি ৩.৫ গুণ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে এক্স-রে বা রেডিওগ্রাফিতে তুলনামূলকভাবে অনেক কম ঝুঁকি দেখা গেছে।


১৯৯৬ থেকে ২০১৬ সালের মধ্যে জন্ম নেওয়া ৩৭ লাখ শিশুর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গবেষণা চলাকালীন সময়ে মোট ২ হাজার ৯৬১টি রক্তের ক্যানসার শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯% ছিল লিম্ফয়েড ম্যালিগন্যান্সি, আর লিউকেমিয়া ও মাইলোয়েড ম্যালিগন্যান্সি মিলিয়ে ছিল প্রায় ১৫%। এসব ক্যানসারের ৫৮% শিশু ছিল ছেলে এবং অর্ধেকের বেশি কেস শনাক্ত হয়েছে ৫ বছরের কম বয়সীদের মধ্যে।


গবেষকরা বলছেন, অপ্রয়োজনীয় ইমেজিং কমানো ও রেডিয়েশনের মাত্রা অপ্টিমাইজ করলে শিশুদের রক্তের ক্যানসারের প্রায় ১০% প্রতিরোধ করা সম্ভব। অনেক ক্ষেত্রে সিটি স্ক্যানের পরিবর্তে বিকল্প পদ্ধতি যেমন আলট্রাসাউন্ড বা এমআরআই ব্যবহার করা যেতে পারে, যা রোগ নির্ণয়ে কার্যকর হলেও রেডিয়েশন ব্যবহার করে না।


গবেষণার সহলেখক ও ইউসি ডেভিসের অধ্যাপক ডায়ানা মিগ্লিওরেটি বলেন, “আমাদের গবেষণায় শিশুদের রেডিয়েশনে সংবেদনশীলতা নিয়ে আন্তর্জাতিক গবেষণার সঙ্গে সাযুজ্য পাওয়া গেছে। চিকিৎসকদের উচিত তাত্ক্ষণিক সুবিধার পাশাপাশি দীর্ঘমেয়াদি ঝুঁকিও বিবেচনায় তিনি আরও বলেন, “শিশুদের জন্য ইমেজিং ব্যবহার করার সময় সবচেয়ে কম রেডিয়েশন ব্যবহার করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত।”রাখা।”।”ণ।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post