সহজ উপায়ে চিরতরে দূর করুন মুখের দুর্গন্ধ

 নিয়মিত দাঁত মাজলেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। এর পিছনে নানা কারণ থাকতে পারে। বদহজম, মুখের মধ্যে সংক্রমণ। আবার অনেক সময় দুধ চা বা কোনো খাবার খেয়ে কুলকুচি করে মুখ না ধুলেও, মুখ থেকে গন্ধ বের হয়। বিষয়টি সবার জন্যই ভীষণই অস্বস্তিকর। অনেক সময় রাস্তায় খাওয়াদাওয়া করলে মুখে গন্ধ রয়ে যায়। তাই কিছু সহজ উপায়ে চিরতরে দূর করুন মুখের দুর্গন্ধ।


চলুন জেনে নিই মুখের দুর্গন্ধ দূর করার উপায়


পাতিলেবু


মুখের দুর্গন্ধ দূর করতে পারে পাতিলেবুর রস।


এক গ্লাস পানিতে একটি পাতিলেবুর রস চিপে খেয়ে নিতে পারেন। চাইলে কুলকুচি করে ফেলেও দিতে পারেন। বিশেষত খাওয়ার পর এই পানি দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হবে।

পান


বিয়েবাড়ি হোক বা অন্য যে কোনো অনুষ্ঠানে খাবার শেষে পান খাওয়ার চল বহু দিনের। পানে থাকা উপাদান খাবার হজম করতে সাহায্য করে।


পানের মধ্যে সুপারি, মৌরি, এলাচ দিয়ে খাওয়ার চল রয়েছে। পান খেলেও মুখের দুর্গন্ধ দূর হয় এবং সুন্দর গন্ধ ছড়ায়।

আরো পড়ুন


এলাচ


গরমমশলা হিসেবে ব্যবহৃত এলাচের সুন্দর গন্ধ আছে। চা হোক বা পায়েস, এলাচ দেওয়া হয় সুন্দর গন্ধ আনার জন্য। দুধ চা বা কোনো কিছু খাওয়ার পর মুখে গন্ধ হলে একটা এলাচ চিবিয়ে নিতে পারেন। মুখ তরতাজা লাগবে।


লবঙ্গ


লবঙ্গে থাকে অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান। দাঁতের সমস্যায়, ব্যথা দূর করতেও লবঙ্গ ব্যবহার করা হয়। এতে থাকে ইউজেনল। যা মুখের দুর্গন্ধ দূর করে।


মৌরি


খাওয়ার পর মৌরি খাওয়ার চল বহু দিনের। কেউ কেউ কাঁচার বদলে মৌরি ভাজা খেতে পছন্দ করেন। এতেও মুখের দুর্গন্ধ চলে যায়। বিশেষত মাছ, আমিষ খাবারের পর অনেক সময় রসুনের গন্ধ বের হয়। তা দূর করতে মৌরি খুব কাজে লাগে।


এ ছাড়াও কমলালেবুর খোসা, ধনে পাতা, পুদিনা পাতাতেও মুখের দুর্গন্ধ দূর হয়।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post