নবীজি কঠিন বিপদে যে দোয়া পড়তে বলেছেন

 


জীবনে চলার পথে নানা বিপদ-আপদ আসে। এতে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য। আল্লাহই আমাদের চূড়ান্ত ভরসাস্থল। কোরআনে আল্লাহ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন।وَاسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ وَ اِنَّهَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ অর্থ: আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন। (সুরা বাকারা ৪৫)নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অভ্যাস ছিল বিপদের সময় নামাজে দাঁড়ানো। সাহাবি হোজাইফা (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন (সুনান আবু দাউদ ১৩১৯)। আমরা আল্লাহর নির্দেশ ও নবীজির অনুসরণ করে যে কোনো বিপদে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি।এছাড়াও, নবীজির শেখানো তিনটি দোয়া আমাদের সাহায্য করতে পারে

 

সহজ করার দোয়া:



 اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ উচ্চারণ: আল্লাহুম্মা লা সহলাহ ইল্লা মা জা'আলতাহ সহলান, ওয়ান্তা তাজ'আলুল হজনাস সহলান ইদা শিতা।

 

অর্থ: হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান)

 

আল্লাহই যথেষ্ট:

 


 حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ উচ্চারণ: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।

 

অর্থ: আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (মুনজিরি, তারগিব ওয়াত-তারহিব)

 

হে চিরস্থায়ী:

 

 يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا উচ্চারণ: ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিথু, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়া লা তকিলনি ইলা নাফসি তঅর্থ: হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।" (নাসাঈ ফিস-সুনান আল কুবরা)

 

এই তিনটি দোয়া বিপদ-আপদের সময় আমাদের সাহায্য করতে পারে।রফাতা আইনের আবাদা।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post