এই নির্বাচন হাসিনার স্বৈরাচারী নির্বাচনের চেয়েও খারাপ হয়েছে : আবিদ

 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নির্বাচনে ভোট চুরির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভে এ কথা বলেন তিনি।


আবিদুল ইসলাম বলেন, ‘এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টের নির্বাচনকে ছাড়িয়ে গিয়েছে। এই নির্বাচন পরিপূর্ণভাবে কারচুপির নির্বাচনে রূপান্তরিত হচ্ছেরাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে এ মিছিল শুরু করেন তারা। টিএসসি থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রেজিস্ট্রার ভবনের দিকে চলে যান নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের কারচুপির নির্বাচন, মানি না মানব না। নির্বাচন না প্রহসন, প্রহসন-প্রহসন বলে স্লোগান দিতে দেখা যায়।ডাকসুর ১০০ বছর পূর্তির বছরে অনুষ্ঠিত হচ্ছে এর ৩৮তম নির্বাচন। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে এবারই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০ বুথে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post