ঘন ঘন চোখের পাতা লাফানোর কারণ কী? জানুন করণীয়

 


চোখের পাতা হঠাৎ লাফালে অনেকেই ভয় পান। অনেকে ভাবেন খারাপ কিছু ঘটতে চলেছে। তবে চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা একেবারে ভিন্ন। ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘মায়োকাইমিয়া’।যা মূলত চোখের পাতার পেশিতে সাময়িক কাঁপুনির কারণে ঘটে।

দিনে এক-দুবার চোখের পাতা লাফানো খুবই সাধারণ এবং এতে দুশ্চিন্তার কিছু নেই। এটা এক চোখেও হতে পারে, আবার দুই চোখেও হতে পারে। সাধারণত কয়েক সেকেন্ড বা মিনিট স্থায়ী হয় এই কাঁপুনিতবে যদি এটি ঘন ঘন বা অনেকক্ষণ ধরে চলতে থাকে, তাহলে তা হতে পারে স্নায়ুর সমস্যার লক্ষণ। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চলুন, জেনে নিই চোখের পাতা লাফানোর সম্ভাব্য কারণ। শারীরিক ও মানসিক ক্লান্তি,

পর্যাপ্ত ঘুম না হওয়া,

মানসিক চাপ বা উদ্বেগ,

অতিরিক্ত কফি বা ক্যাফেইন গ্রহণ,

ঘন ঘন ধূমপান,

দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা।


এই সমস্যাটি একেবারে ক্ষতিকর না হলেও শরীরের ক্লান্তি বা চাপের একটি বার্তা হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। তাই জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই চোখের পাতা লাফানোর সমস্যা কমে যেতে পারে।

করণীয় কী?

১। নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

২।।মানসিক চাপ কমাতে চেষ্টা করুন।

৩। ধূমপান ও অতিরিক্ত কফি পান এড়িয়ে চলুন।

৪। একটানা কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে চোখ বিশ্রাম দিন।

৫। প্রচুর পানি পান করুন।

যদি দীর্ঘ সময় ধরে এই সমস্যা লেগে থাকে বা তা বাড়তে থাকে, তাহলে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ বা নিউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র : টিপস ২৪

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post