নারী-পুরুষ উভয়েরই অমূল্য সম্পদ চোখ। এ চোখ দিয়েই আমরা দেখি রঙিন এই পৃথিবীর নানা দৃশ্য। কখনো কি ভেবে দেখেছেন এই মূল্যবান চোখ হঠাৎই অজানা কারণে কেঁপে ওঠে কেন? আর যদি চোখ লাফিয়ে ওঠে তবে এর ফলাফলই বা কী?অনেকে জানতে চান, বাম চোখ লাফালে কি বিপদ আসে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, বাম চোখ লাফানো মানে বিপদ আসা-- এমন কথা ভিত্তিহীন। পবিত্র কোরআন ও হাদিসে এমন কথার ভিত্তি নেই।
ইসলামের আকিদা হলো, মঙ্গল-অমঙ্গল এবং শুভ-অশুভ সবকিছুই একমাত্র মহান আল্লাহর নির্দেশেই হয়ে থাকে। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
ছোঁয়াচে বলে কোনো রোগ নেই, কুলক্ষণ বলে কিছু নেই, প্যাঁচা অশুভের লক্ষণ নয়, ছফর মাসে কোন অশুভ নেই। (বুখারি: ৫৭০৭; মুসলিম: ৫৯২০)
Post a Comment