ময়মনসিংহের ভালুকায় শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রফিকউল্লাহ রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকউল্লাহ রহমান হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই কলোনিতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেতিনি জানান, সকাল ৯টার দিকে হঠাৎ একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় ১৪টি ঘর। এ সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিকউল্লাহ।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।ছেন।
Post a Comment