মিশরের সিনাই পর্বত—যা মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে অন্যতম পবিত্র স্থান—সেখানে বড় ধরনের পর্যটন প্রকল্প শুরু করেছে দেশটির সরকার। তবে এই উদ্যোগকে ঘিরে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সিনাই পর্বতের পাদদেশে বসবাসকারী জেবেলিয়া নামক বেদুইন সম্প্রদায়ের অনেকের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। বিলাসবহুল হোটেল ও মার্কেট নির্মাণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম চালানো হলেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বা ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি তাদের কবরস্থান থেকেও স্বজনদের মরদেহ সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে।প্রায় চার হাজার জেবেলিয়া বেদুইন এই অঞ্চলে বসবাস করলেও তারা সরাসরি গণমাধ্যমে এ বিষয়ে কথা বলতে দ্বিধা প্রকাশ করেছেন। সমালোচকরা বলছেন, সরকার তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক উন্নয়নকাজ চালাচ্ছে।
২০২১ সালে মিশর সরকার ‘গ্রেট ট্রান্সফিগারেশন প্রকল্প’ চালু করে। এর আওতায় নতুন হোটেল, ইকোলজ, ভিজিটর সেন্টার, বিমানবন্দর সম্প্রসারণ ও সিনাই পর্বতে ওঠার জন্য কেবলকার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সরকার এটিকে “বিশ্বের সব ধর্মের জন্য উপহার” হিসেবে প্রচার করছে। তবে অর্থসংকটের কারণে প্রকল্পের কাজ কিছুটা মন্থর হলেও সেন্ট ক্যাথরিন মঠের আশপাশ ইতোমধ্যেই পরিবর্তিত হয়েছেসমালোচকদের মতে, এ উন্নয়ন প্রকল্পে এলাকার বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য ও ধর্মীয়-ঐতিহাসিক বৈশিষ্ট্য হারিয়ে যাচ্ছে। এর আগে মিশরের বিভিন্ন বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অবহেলার অভিযোগ উঠেছিল। তবে সরকারের দাবি—অর্থনীতি পুনরুদ্ধারে এসব প্রকল্প অত্যন্ত জরুরি।।
Post a Comment