তিন হলের ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে

 


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তিনটি হলের ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এতে শীর্ষ দুই পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমর একুশে হল, সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই তিন হলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম মোট ২ হাজার ৭৫০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৭৪৩ ভোট।এছাড়া এই তিন হলের প্রাপ্ত ফলাফলে জিএস পদেও এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। তিনি তিন কেন্দ্র মিলিয়ে মোট ভোট ১ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৯৯২ ভোট পেয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসুর ভোটগ্রাহণ চলে। এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

 

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post