হাতের আঙুল ফোটাতে অনেকেই আনন্দ পান। বেশ আরামও লাগে। অনেকে ইচ্ছে করেই নানা ভঙ্গিতে আঙুল ফোটান। আবার কখনো আনমনেই আঙুল ফোটাতে থাকেন।কিন্তু যাই হোক না কেন, এতে প্রশ্ন থাকেই। এটা কি শুধু ইচ্ছে করে করেন, নাকি আরামের জন্যই করে থাকেন? এই অভ্যাসের পেছনে কোনো কারণ লুকিয়ে নেই তো? এতে কী ‘আর্থ্রাইটিস’ হতে পারে? চলুন, এতসব প্রশ্নের উত্তর জেনে নিই এই প্রতিবেদনে।
আঙুল ফোটানোর সময় আওয়াজ কেন হয়
ক্যালিফোর্নিয়ার হগ অর্থোপেডিক ইনস্টিটিউটের অর্থোপেডিক হ্যান্ড সার্জন ড. ড্যানিয়েল জে গিটিংস বলেন, ‘আঙুলের জয়েন্টে চাপ দিলে এমন শব্দ হয়ে থাকে। প্রাথমিকভাবে কিছু ভাঙার আওয়াজ মনে হতে পাতবে এটা এমনিই হয় না। আঙুলের জয়েন্টে সাইয়োভিনাল ফ্লুইড ও গ্যাস, কার্বন ডাই অক্সাইডের মিশ্রণের ফলে জয়েন্টে অস্বস্তি তৈরি হয়। যে কারণে আওয়াজ হয়ে থাকে। একবার আঙুল ফোটানোর পর আবার এই পরিস্থিতি তৈরি হতে অন্তত ২০ মিনিট লাগে।এর ফলে কি কোনো সমস্যা হতে পারে
চিকিৎসকদের মতে, আঙুল ফোটানোর সময় যদি ব্যথা না হয়, তাহলে চিন্তার কোনো কারণ নেই। এটি কোনো বিপজ্জনক বিষয় নেই। এর ফলে আঙুলের হাড়ও দুর্বল হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর কারণ আর্থ্রাইটিস নয়।
তবে সাম্প্রতিক গবেষণায় আরো একটি বিষয় ধরা পড়েআঙুল ফোটানোর সময় যদি ব্যথা হয়, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আওয়াজের পাশাপাশি ব্যথার কারণ হতে পারে, আঙুলের ভেতরে টিস্যুতে সমস্যা রয়েছে। যারা নিয়মিত এমনটা করে থাকেন, তারা সময়ের সঙ্গে পার্থক্যটা বুঝতে পারবেন। আগের মতো গ্রিপও থাকে না। ব্যথা হলে, সহজেই বলা যেতে পারে, দীর্ঘদিনের অভ্যাস তাই এমন হচ্ছে। কিন্তু এটি এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়।তবে কি আঙুল ফোটানোর এই অভ্যাস ত্যাগ করা উচিত? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি ব্যথা না হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ব্যথা হলে এই অভ্যাস ত্যাগ করাই ভালো।
সূত্র : টিভি৯ বাংলাছে।রে।
Post a Comment