গাজামুখী ফ্লোটিলা বহরের জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

 


গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে ইসরায়েলের অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সুমুদ ফ্লোটিয়া ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নৌবহরটি গাজা উপকূল থেকে ১১৮ নটিক্যাল মাইল দূরে রয়েছে। এই নৌবহরের গাজা উপকূলে নোঙর ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী টহল শুরু করেছে।


সুমুদ ফ্লোটিলা বহরটির বৃহস্পতিবার সকালের দিকে গাজায় পৌঁছানোর কথা রয়েছে। যদি ইসরায়েলের সামরিক বাহিনীর জাহাজের বহরকে ঠেকানোর হুমকি দিয়েছে।


এক বিবৃতিতে সুমুদ ফ্লোটিলা নৌবহর বলেছে, ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। বিবৃতিতে গাজার উদ্দেশে নৌবহরের যাত্রা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে ফ্লোটিলা।


তবে নৌবহরের কাছে আসা জাহাজগুলো কারা পরিচালনা করছে তা স্পষ্ট নয়। সুমুদ ফ্লোটিলা বহরের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র একটি সামরিক জাহাজ বেসামরিক নৌকাগুলোর কাছাকাছি অবস্থান করছে।


ওই ভিডিওটি বহরের ‘সিরিয়াস’ জাহাজ থেকেই ধারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। তবে ভিডিওতে দেখা অন্য জাহাজটির পরিচয় কিংবা ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।


গত কয়েক দিনে বেশ কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে গাজা অভিমুখী ওই নৌবহর। ড্রোনগুলো জাহাজের ওপর স্টান গ্রেনেড ও চুলকানি সৃষ্টিকারী গুঁড়া নিক্ষেপ করেছিল। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।


জাহাজের বহরের কাছে ইসরায়েলি সামরিক বাহিনী কোনও নৌযান পাঠিয়েছে কি না, সেই বিষয়ে কোনও মন্তব্য করেনি। কিন্তু ইসরায়েল আগেই জানিয়েছে, ওই নৌবহরের গাজা উপকূলে যাত্রা ঠেকাতে তারা সম্ভাব্য যেকোনও ধরনের পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না। ইসরায়েল বলেছে, ইসরায়েলি সৈন্যরা উপকূলীয় এলাকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় উপত্যকায় নৌ অবরোধ বৈধ।


সূত্র: রয়টার্স।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থামিয়ে দেওয়ার জন্য ভয় দেখানোর পর বহরে থাকা জাহাজগুলো আটক শুরু করেছে ইসরায়েল। 


বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে লাইভ প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।


সুমুদ ফ্লোটিলার অফিসিয়াল চ্যানেলগুলোর একটি বিবৃতিতে বলা হয়েছে, মিশনের জাহাজগুলোকে অবৈধভাবে আটক করা হচ্ছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ক্যামেরা অফলাইনে আছে এবং সামরিক কর্মীরা জাহাজে উঠেছেন। আমরা জাহাজে থাকা সকল অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং অবস্থা নিশ্চিত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছি। 


এর আগে, পৃথক বিবৃতিতে নৌবহরটি জানায়, ইসরায়েলি জাহাজগুলো বুধবার ফিলিস্তিনি ভূখণ্ডের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে তাদের দুটি জাহাজের কাছে এসে ‌‘বিপজ্জনক এবং ভীতি প্রদর্শনমূলক কৌশল’ ব্যবহার করেছে।


আয়োজকরা জানিয়েছেন, দুটি ইসরায়েলি যুদ্ধজাহাজ দ্রুত এগিয়ে এসে ফ্লোটিলার দুটি নৌকা আলমা এবং সিরিয়াসকে ঘিরে ফেলে। সমস্ত নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যায়।

ফ্লোটিলার বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের মারাত্মক বিপদের মধ্যে ফেলেছে।


Copied from: https://rtvonline.com/m/com/com/m/rtvonline.com/m/

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post