যে দোয়া পাঠে জান্নাতের ৮ দরজা খুলে যায়

 

উমার ইবনুল খাত্তাব (রাز) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর বলেঃ


أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ


উচ্চারণ : আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন। 


অর্থ : ‘আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তা’আলা ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দাহ ও তাঁরই রাসুল; হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো’,


তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামতো যেকোনো দরজা দিয়েই তাতে যেতে পারবে। (মুসলিম, হাদিস নম্বর : ২৩৪, তিরমিজি, হাদিস নম্বর : ৫৫)

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post