ব্ল্যাকহেডস দূর করবে আলু

 

ত্বকের যত্নে আলু অত্যন্ত কার্যকরী একটি উপাদান। আর ব্ল্যাকহেডস দূর করার ক্ষেত্রে এর কার্যকারিতা অবিশ্বাস্য। মুখের সৌন্দর্যের ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো এই ব্ল্যাকহেডস। আমাদের অনেকেরই নাকে ও মুখে ব্ল্যাকহেডস ওঠে। আর এই ব্ল্যাকহেডস নিয়ে আমাদের দুশ্চিন্তার অন্ত নেই।




চলুন জেনে নেই ব্ল্যাকহেডস দূর করতে যেভাবে ব্যবহার করবেন আলু।




উপকরণ:




১টি মাঝারি মাপের আলু,


১ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার,


পর্যাপ্ত পরিমাণ পানি




পদ্ধতি:




১. একটি মাঝারি মাপের আলু ভাল করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।




২. এবার আলুর টুকরোগুলো অ্যাপেল সাইডার ভিনেগারের সঙ্গে মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন বা মিহি করে বেটে নিন।




৩. আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি সামান্য পানি দিয়ে পাতলা করে নিন।




৪.এবার এই মিশ্রণটি একটি আইস ট্রেতে ঢেলে ডিপ ফ্রিজে ৩-৪ ঘণ্টা রেখে দিন।




৫. ক্লিনজার বা হালকা গরম পানি দিয়ে মুখ ভাল করে পরিষ্কার করে নিন।




৬. এ বার বরফ হয়ে যাওয়া আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণের টুকরো নিয়ে ত্বকের উপর (বিশেষ করে ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে) মালিশ করুন।




৭. দিনে ২-৩ বার এই পদ্ধতিতে আলু আর অ্যাপেল সাইডার ভিনেগারের মিশ্রণটি দিয়ে ত্বকের ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে মালিশ করতে পারলে সপ্তাহ দুয়েকের মধ্যেই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post