চিনি ছেড়েছেন? মিষ্টির স্বাদ নিতে ভরসা রাখুন গুড়ের ওপর

 


প্রতিদিনের রান্নায় অনেকেই অল্প স্বল্প চিনি ব্যবহার করেন। এ ছাড়া নানা মিষ্টি পদে তো প্রচুর চিনি থাকেই। আর প্রতিদিন খাওয়ার শেষে মিষ্টি খেতে থাকলে বা চিনিযুক্ত মিষ্টি পানীয়তে চুমুক দিলে স্বাস্থ্যের হালও খারাপ হতে থাকে। এর কারণে রক্তে শর্করার পরিমাণ বাড়তে থাকে।ফাঁদ পাতে ওবেসিটি। যে কারণে শরীরে বাসা বাঁধে একাধিক রোগ।

আর এইজন্যই খাবার থেকে এই রিফাইন চিনি বাদ দেওয়াই বাঞ্ছনীয়। তাই বলে কি মিষ্টির স্বাদ নেবেন না? অবশ্যই নেবেনশুধু রান্নাঘরের কৌটোর চিনি বদলে রাখুন গুড় বা জ্যাগারি পাউডার। প্রাকৃতিক সুইটনার হিসেবে দুর্দান্ত গুড়। এর মধ্যে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদানও। যেমন আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি৬ এবং ম্যাগনেসিয়াম।

তাই চিনির পরিবর্তে গুড়ের ব্যবহারে যেমন মিষ্টির ঘাটতি কমবে, তেমনই একাধিক স্বাস্থ্য উপকারিতাও মিলবে। এ ছাড়া আর কী কী উপকারে গুড়ে, জেনে নিনরক্তে হিমোগ্লোবিন বাড়ায়


গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে এই প্রাকৃতিক সুইটনার। এটি অ্যানিমিয়া প্রতিরোধে সহায়তা করে এবং শরীরে শক্তির মাত্রা বৃদ্ধি করে।


হজমে সাহায্য করে


গুড় হজমশক্তি বাড়াতে সাহায্য করে।


এটি গ্যাস ও অম্বল প্রতিরোধে কার্যকর। কোষ্ঠকাঠিন্য দূর করতেও সিদ্ধহস্ত। হজমে সাহায্যকারী উৎসেচক নিঃসরণকে উদ্দীপিত করে গুড়। তাই খাবার পরে একটুকরা গুড় খেলে বাওয়েল মুভমেন্ট ঠিক থাকে এবং ব্লোটিং দূর হয়। তাই অনেকেই বদহজম দূর করার জন্য খাওয়ার পরে গুড় খেয়ে থাকেন।

প্রাকৃতিক ইমিউনিটি বুস্টার


গুড়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, জিঙ্ক, সেলেনিয়াম ও আয়রন। এর গুণেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে শরীর নানা সংক্রমণ এবং মৌসুমি অসুখকে দূরে রাখতে পারে। বিশেষ করে সর্দি-কাশি প্রতিহত করতে সিদ্ধহস্ত গুড়।


এদিকে গুড়ে রয়েছে ফেনল ও ফেনলিক এসিডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট। এই উপাদান ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি আটকে দিয়ে হৃদরোগ ও ক্যান্সারের মতো কঠোর ব্যাধির ঝুঁকিলিভার ও রক্তের জন্য প্রাকৃতিক ডিটক্সিফায়ার


শরীরের জন্য ক্লিনজার হিসেবে কাজ করে গুড়। এই সুইটনার লিভার পরিষ্কার করে শরীর থেকে টক্সিন দূর করে। সঙ্গে রক্ত পরিষ্কার করে গুড়। শরীরের সামগ্রিক মেটাবলিজম ঠিক রাখে।


এনার্জি মেলে ভরপুর


গুড় হলো জটিল কার্বোহাইড্রেট। তাই এটি ডায়েটে থাকলে ধীরে ধীরে এনার্জি রিলিজ হয়। ফলে দীর্ঘক্ষণ চনমনে থাকেন আপনি। এমনকি রক্তে চট করে শর্করার মাত্রাও বাড়ে না। তাই রিফাইনড সুইটনারের থেকে এটি অনেক ভালো।


মেনস্ট্রুয়াল সমস্যা দূর হয়


গুড়ে রয়েছে আয়রন ও মুড চাঙ্গা করার মতো উপাদান। তাই পিরিয়ডের সময়ের ক্র্যাম্প ও ক্লান্তি দূর হয় মুখে গুড় পড়লেই। এমনকি ঘন ঘন মুড সুইংও বাগে থাকে। এন্ডরফিন রিলিজ করে মুড চাঙ্গা এবং পেশি শিথিল করতে সাহায্যশ্বাসকষ্টের উপশম


গুড়ের অ্যান্টি-অ্যালার্জিক ও এক্সপেক্টোব়্যান্ট ধর্ম ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য় করে। প্রাচীনকালে গলার খুসখুস ভাব এবং কাশি কমানোর জন্য গুড়ের ব্যবহার করা হতো। বিশেষ করে, শীতে গলা ব্যথা ও কাশি কমাতে এটি খুবই উপকারী। এমনকি ব্রঙ্কাইটিস বা অ্যাস্থমার লক্ষণ বশে রাখতে গুড় ব্যবহার করা যেতেই পারে।


হার্টের জন্য উপকারী


গুড়ের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে।


ওজন কমাতে


যদিও গুড় মিষ্টি, তবুও এটি স্বাভাবিক চিনির তুলনায় অনেক স্বাস্থ্যকর। গুড় শরীরের মেটাবলিজম বাড়ায়। সঙ্গে ক্রেভিংসও বাগে রাখে এই প্রাকৃতিক সুইটনার। তাই অল্প পরিমাণে গুড় খেলে ওজনও নিয়ন্ত্রসূত্র : আজতক বাংলাণে থাকে। করে গুড়। কমাতে পারে।—।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post