পাহারার উদ্দেশ্যে কুকুর পালনের বিধান

 


প্রশ্ন


আমার একটা লেয়ার মুরগির ফার্ম আছে। সেটি লোকালয় থেকে অনেক দূরে। তবে পাশে রাস্তা আছে। সেখানে দুইবার চোর হানা দিয়েছিল।


কয়েকজন লোক সবসময় সেখানে থাকে। কিন্তু তারা টের পায়নি। তাই নিরাপত্তার জন্য তিনটা কুকুর রাখতে চাচ্ছি। আমার জন্য কি উক্ত উদ্দেশ্যে কুকুর রাখা জায়েয হবে?

-হুমায়ূন কবীর, বনানী, ঢাকা


উত্তর


হাঁ, পাহারার উদ্দেশ্যে কুকুর রাখা জাতবে লক্ষ রাখতে হবে, কুকুরের কারণে যেন অন্য কারো অসুবিধা না হয়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,


مَنِ اقْتَنَى كَلْبًا، لَيْسَ بِكَلْبِ صَيْدٍ، وَلَا مَاشِيَةٍ، وَلَا أَرْضٍ، فَإِنّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ قِيرَاطَانِ كُلّ يَوْمٍ.


“যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালে ঐ ব্যক্তির প্রতিদিন দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায়।”


-সহীহ মুসলিম, হাদীস ১৫৭৫; জামে তিরমিযী, হাদীস ১৪৮৭; মুআত্তা ইমাম মুহাম্মাদ ৩/৪০৫; কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনা ১/৭৭৯; ফাতহুল কাদীর ৬/২৪৬; আলবাহরুর রায়েক ৬/১৭৩


-উৎস: আলকাউসার, অক্টোবর ২০১৭।য়েয আছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post