উইপোকার আক্রমণে আসবাবপত্রে ক্ষতি, বিশেষজ্ঞদের করণীয় পরামর্শ

 


দেশের বিভিন্ন এলাকায় বর্ষার পর থেকে ঘরে ঘরে উইপোকার উপদ্রব বাড়ছে। কাঠের দরজা-জানালা, খাট, আলমারি থেকে শুরু করে বই-খাতাও উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো ব্যবস্থা না নিলে আসবাবপত্রের পাশাপাশি ভবনের কাঠামোতেও মারাত্মক ক্ষতি হতে পারে।গৃহস্থরা জানান, প্রথমে আসবাবপত্রে ছোট ছোট গর্ত দেখা দেয় এবং ধুলোঝরা গুঁড়োর মতো চিহ্ন পাওয়া যায়। এরপর ধীরে ধীরে ভেতর থেকে কাঠ খেয়ে ফেলে পুরো জিনিসপত্র ঝাঁঝরা করে দেয় উইপোকা।পেস্ট কন্ট্রোল বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, আসবাবপত্রে নিয়মিত ভেজা কাপড় না লাগানো এবং প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-টার্মাইট স্প্রে ব্যবহার করলে উইপোকার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। পাশাপাশি ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা এবং পুরোনো আসবাবপত্রে নিয়মিত তেল বা পালিশ করাও কার্যকর পদ্ধতি।


তারা আরও বলেন, প্রাথমিক পর্যায়ে আক্রমণ ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হলেও, দেরি হলে ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। তাই সতর্ক থাকা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


সচেতনতা ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নিলেই উইপোকার ক্ষতির হাত থেকে ঘরবাড়ি ও আসবাবপত্রকে রক্ষা করা সম্ভব বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post