প্রেগন্যান্সির প্রথমদিকে পেটে ব্যাথা কেন হয়?

 


গর্ভাবস্থার শুরুতে অনেক নারীই হালকা থেকে মাঝারি ধরনের পেটব্যথা অনুভব করেন। চিকিৎসকরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই এ ব্যথা স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার অংশ। তবে কিছু ক্ষেত্রে এটি জটিলতার ইঙ্গিতও হতে পারে।বিশেষজ্ঞদের মতে, প্রথম দিকে গর্ভাশয়ের ভেতরে ভ্রূণের অবস্থান নেওয়া, জরায়ু ও আশপাশের টিস্যু প্রসারিত হওয়া, কিংবা হরমোনের পরিবর্তনের কারণে নারীরা তলপেট বা কোমরের অংশে টানটান ব্যথা অনুভব করতে পারেন। এছাড়া হজমজনিত সমস্যা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্যও এ ব্যথার অন্যতম কারণ।


তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, যদি ব্যথার সঙ্গে অতিরিক্ত রক্তপাত, মাথা ঘোরা, জ্বর বা তীব্র ক্র্যাম্প দেখা দেয়, তবে সেটি স্বাভাবিক নয়। এ ধরনের উপসর্গ একটোপিক প্রেগন্যান্সি বা গর্ভপাতের প্রাথমিক লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণ নেওয়া জরুরিঢাকার একটি বেসরকারি হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. শারমিন আক্তার বলেন, “গর্ভাবস্থার প্রথম দিকে সামান্য ব্যথা নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে ব্যথা যদি তীব্র হয় বা রক্তপাতের সঙ্গে হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গর্ভাবস্থার শুরুতে পর্যাপ্ত বিশ্রাম, হালকা ব্যায়াম, সহজপাচ্য খাবার গ্রহণ ও নিয়মিত চিকিৎসককে দেখানোই সবচেয়ে নিরাপদ উপায়।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post