পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো এলেন ঢাকায়। টিভি পর্দা থেকে বড় পর্দা—দুই মাধ্যমেই দর্শকপ্রিয় এই তারকা এবার বাংলাদেশে এসেছেন সানসিল্কের আমন্ত্রণে। গত বৃহস্পতিবার রাতে কড়া নিরাপত্তায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন হানিয়া।
ভক্তদের উদ্দেশে তিনি জানিয়েছেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তার এই সফরকে বিশেষ স্মরণীয় করে তুলবে। নিজের এই সফরে ভক্তদের সঙ্গেও দেখা করবেন হানিয়া আজানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তবে ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, সেটি আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক।একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে।হানিয়া আমিরের সঙ্গে দেখা করার এই সুযোগ কীভাবে কাজে লাগাবেন ভক্তরা, তার নিয়মাবলি একটি ভিডিওতে জানিয়েছে সানসিল্ক। ভিডিওটি বানাতে প্রয়োজন তিনটি ধাপ। প্রথমত, সেরা কালো পোশাকটি বেছে নিতে হবে।
দ্বিতীয়ত, সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে ঝলমলে উজ্জ্বলতা দিতে হবে। সাথে উজ্জ্বল গহনা, ব্যাগ আর জুতা বেছে নিতে হবে। তৃতীয়ত, এই সাজের একটি সুন্দর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করতে হবে।
এই সহজ তিনটি ধাপ অনুসরণ করে ভক্ত অনুরাগীরা অংশ নিতে পারেন এ প্রতিযোগিতায় এবং জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ। এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমিএরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।র।মির।
Post a Comment