ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা, এসি বিস্ফোরণে মুহূর্তেই ধরে যায় আগুন

 



বাসায় থাকেন পরিবারের চার সদস্য। রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন তারা। মধ্যরাতে হঠাৎ এসি থেকে একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ঘরে আগুন ধরে দগ্ধ হন সবাই।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের ৭ম তলায় এই ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।দগ্ধ তুহিনের শ‍্যালিকা ফারজানা জানান, বাসায় পরিবারের ওই চার সদস্যই থাকেন। শুক্রবার রাতে তারা ঘুমিয়ে ছিলেন। দেড়টার দিকে হঠাৎ এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান।তিনি আরও জানান, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, তুহিনের শরীরের ৪৭ শতাংশ, ইভার শরীরের ১৫ শতাংশ, তাওহীদের ৮ শতাংশ এবং তানভীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভর্তি রাখা হয়েছে এবং তাওহীদকে অবজারভেশনে রাখা হয়েছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post