৭০ বছরেও তরুণ থাকবেন এই ৭টি খাবারে

 হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী, উদ্ভিজ্জ খাবার নিয়মিত খেলে দীর্ঘায়ু হওয়া এবং সুস্থ থাকার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে মধ্যবয়স থেকে এই খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে বয়স বাড়লেও শরীর ও মন সতেজ থাকে। এই গবেষণায় ৩০ বছর ধরে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষকে পর্যবেক্ষণ করা হয়। যারা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেছেন, ৭০ বছর বয়সেও তাদের সুস্থ থাকার সম্ভাবনা ৮৬% বেশি ছিলযে ৭ ধরনের খাবার বেশি খাবেন



গবেষণা অনুযায়ী, দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য এই সাত ধরনের খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখা জরুরি:


* ফলমূল


* সবজি


* গোটা শস্য (যেমন: লাল চাল, ভুট্টা)


* ডাল ও শিমজাতীয় খাবার (যেমন: মসুরবাদাম



* অসম্পৃক্ত স্নেহ পদার্থ (যেমন: উদ্ভিজ্জ তেল, মাছের তেল)


* কম ফ্যাটযুক্ত দুগ্ধজাতযে ৫ ধরনের খাবার কম খাবেন বা বাদ দেবেন


সুস্থ থাকার জন্য কিছু খাবার খাদ্যতালিকা থেকে কমানো বা বাদ দেওয়া প্রয়োজন:


* অতিরিক্ত চিনিযুক্ত পানীয়


* লাট্রান্স ফ্যাট (ফাস্টফুড ও বেক করা খাবারে থাকে)



* অতিরিক্ত লবণ


* প্রক্রিয়াজাত মাংসল মাংস খাবা ডাল, ছোলা)

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post