হারসুটিজম (Hirsutism) হলো, পুরুষের মতো প্যার্টানে নারীর শরীরে ও মুখে কালো বা মোটা চুলের বিকাশ। অর্থাৎ পুরুষের যেসব জায়গায় লোম থাকে (যেমন- দাড়ি, গোঁফ, বুকের লোম), অথচ নারীদের থাকে না- এমন সব জায়গায় চুল গজানোকেই বলে হারসুটিজম। নারীদের চিবুক, ঠোঁটের ওপরের অংশ, ঘাড়ের পাশে, বুকের মাঝখানে, স্তনে, তলপেটে, নিতম্বে ও পিঠে চুল গজানোই হলো হারসুটিজম। সাধারণত ১০ শতাংশ নারীর এ সমস্যা হয়ে থাকে। এটি শুধু সৌন্দর্যোর অন্তরা ও মানসিক সমস্যাই নয় বরং এ সমস্যার পেছনে লুকিয়ে রয়েছে জটিল রোগগুলো।
হারসুটিজমের কারণ : পুরুষ হরমোন Androgen--এর আধিক্যকে প্রধানত কারণ হিসেবে দায়ী করা হয়। ৭২-৮২ শতাংশ ক্ষেত্রে Pcos- Polycystic Ovary Syndrome (ওভারির সিস্ট, স্থূলতা, অনিয়মিত মাসিক, সন্তান না হওয়া)-কে দায়ী করা হয়। বিভিন্ন টিউমার ও হরমোনও কারণ হিসেবে উল্লেখ করা হয়। যেমন- Congenital Adrenal Hyperplasia, Cushing Syndrome. Prolactemia ইত্যাদি। কিছু ওষুধ, যেমন- Minoxidil, Diazoxide, Corticosteroid, Phenytoin ইত্যাদি খেলে হারসুটিজম হয়।
Post a Comment