ভোটকেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে : আবিদুল

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।  


মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।


আবিদুল ইসলাম খান বলেন, আমরা যখন বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়েছি, আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের সময় নষ্ট করা হয়েতিনি বলেন, রোকেয়া হলের এক মেয়ে হলের ভোটকেন্দ্র থেকে বের হয়ে আমাদের কাছে অভিযোগ করেন, ভাই আমাদের যে ব্যালট পেপার দেওয়া হয়েছে... তাতে আগে থেকে সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। এটা শুধু রোকেয়া হলের ক্ষেত্রে হয়নি। এমন ঘটনা অমর একুশে হলের ভোটকেন্দ্রেও হয়েছে।  


এই ভিপি পদপ্রার্থী বলেন, পরে আমি যখন কেন্দ্রের চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে অনুসন্ধান করতে গেলাম, জানার চেষ্টা করলাম... তখন তারা জানালেন- এটা কীভাবে হয়েছে তারা জানেন নাসুতরাং দুইটা কেন্দ্রে যেহেতু প্রমাণ পেয়েছি সেহেতু অন্য জায়গায়ও হতে পারে। আমরা জানি না কত ব্যালটে এমন করা হয়েছে, আমরা নিশ্চিত হতে পারিনি এখনো। তবে দুইটি কেন্দ্রে প্রমাণ পাওয়ায় বুঝছি... না আগে থেকে এ রকম কত ব্যালটে চিহ্ন দিয়ে ব্যালট বক্স ভরে রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/কেএ।ছে।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post