প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রাইমারি স্কুলে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। এতে পড়াশোনার ক্ষতি হয় বাচ্চাদের। এই ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। এদেরকে উপানুষ্ঠানিক শিক্ষায় যুক্ত করার হচ্ছে।
বিধান রঞ্জন আরও বলেন, দেশে সাড়ে ৬৫ হাজার স্কুল আছে। কিন্তু ৩২ হাজার স্কুলেই নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে এই গ্যাপ পূরণ করা হবে বলে জানান তিনি।
এই উপদেষ্টা বলেন, ৩২ হাজার স্কুলে শিক্ষকরা পদোন্নতি পাবেন। যে শিক্ষক সারা জীবন সহকারী শিক্ষক হিসেবে কাজ করে অবসরে যাচ্ছেন, তারা এই পদোন্নতি পাবেন। আর এই ৩২ হাজার শিক্ষক পদোন্নতি পেলে আরও ৩২ হাজার নতুন শিক্ষক নিয়োগ দিতে পারবো।
একজন শিক্ষককে শিক্ষাবহির্ভূত বিভিন্ন কাজে লাগানো হচ্ছে। যেন শিক্ষা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমরা চেষ্টা করছি, এগুলো চিহ্নিত করে সমাধান করতে, যোগ করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, অক্টোবর থেকে ১৫০টা উপজেলায় মিড ডে মিল দেয়া শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায় দেয়া হবে। মিলে বান, ডিম, মৌসুমী ফল, দুধ এবং বিস্কুট দেয়া হবে।
Post a Comment